Wednesday, June 11, 2008

Malaria (ম্যারিয়া)

ম্যালেরিয়া
ডা. এস আর ভূঁইয়া
ম্যালেরিয়া এক রকম এককোষী প্রোটোজোয়ার সংক্রমণের ফলে হয়। ম্যালেরিয়ার জীবাণু চার প্রকারেরন্ধ
প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম
প্লাজমোডিয়াম ভাইভাক্স
প্লাজমোডিয়াম ম্যালেরি
প্লাজমোডিয়াম ওভেলি।
কিভাবে ছড়ায়
ম্যালেরিয়ার জীবাণু বহনকারী এনোফিলিস মশার দংশনের মাধ্যমে।
সংক্রমিত রক্ত পরিসঞ্চায়নের মাধ্যমে।
মায়ের কাছ থেকে গর্ভস্থ শিশুতে।
রোগের লক্ষণ
জ্বরন্ধ শীত করে কাঁপুনি দিয়ে জ্বর আসে এরপর গরম লাগে এবং শেষে শরীর ঘেমে জ্বর ছেড়ে যাবে। সাথে মাথাব্যথা।
রক্তস্বল্পতা, জন্ডিস।
লিভার ও প্লীহা বড় হয়ে যাওয়া।
মাংশপেশির ব্যথা।
ক্যালসিপেরাম ম্যালেরিয়ার ক্ষেত্রে এগুলো ছাড়াও থাকবেন্ধ
কাশি
ডায়রিয়া
সব সময় জ্বর এবং বিশেষ কোনো রীতি বর্জিত।
রক্তস্বল্পতা দ্রুত হবে।
ম্যালেরিয়ার জটিলতা
১. কিডনির রোগন্ধনেফ্রোটিক সিনড্রোম।
২. অত্যধিক রক্তস্বল্পতা-হার্ট ফেইলর।
৩. ট্রপিকেল স্প্রিনোমেগলি সিনড্রোম।
৪. ফ্যালসিপেরাম ম্যালেরিয়ার ক্ষেত্রে।
মস্তিষ্কের ম্যালেরিয়া
লোহিত কনিকা ভেঙে যাওয়া বা ব্রাক ওয়াটার ফিভার।
বিভিন্ন অঙ্গের ক্ষয়।
মস্তিষ্কে -দ্বিধাগ্রস্ততা কমা,
কিডনি-প্রস্রাব কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া।
ফুসফুসন্ধকাশি ও পানি জমা।
অন্ত্রে-ডায়রিয়া, বমি।
লিভার-জন্ডিস।
সেপটিসেমিয়া, শাক
গর্ভাবস্থায় হলেন্ধগর্ভপাত, কম ওজনের শিশু প্রসব, মৃত শিশু প্রসব, মায়ের মৃত্যু।
ল্যাব পরীক্ষা
ব্লাড ফ্লিম-থিক ফ্লিম, থিন ফ্লিম।
রক্তের কোষগুলোর সংখ্যা।
সেরোলজিক্যাল পরীক্ষা।
এলাইজ্যা পরীক্ষা।
অন্যান্য রক্তে হিমোগ্লোবিনের মাত্রা।
পেটের আলট্র্রাসনোগ্রাফি ইত্যাদি।
চিকিৎসা ব্যবস্থা
পূর্ণ বিশ্রাম।
পর্যাপ্ত খাবার ও পানি পান করতে হবে।
জ্বরে ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে।
তাপমাত্রা কমাতে প্যারাসিটামল জাতীয় ওষুধ।
ম্যালেরিয়ার ওষুধন্ধচিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার-কুইনিন, ক্লোরোকুইন, ফেনসিভার ইত্যাদি।
জটিলতা হলে তার চিকিৎসা, যেমনন্ধ
রক্তস্বল্পতার জন্য প্রয়োজনে রক্ত পরিসঞ্চালন। প্রস্রাব কম হলে ফ্রুসেমাইড ইত্যাদি।
প্রতিরোধ
মশার কামড়ের হাত থেকে বাঁচার উপায়। যেমনন্ধ
মশারির ব্যবহার।
মশা নাশক কীটনাশক-এরোসল
ডোবাসহ মশার বংশবৃদ্ধির স্থানগুলো পরিষ্কার রাখা,
জনসচেতনতা।
ম্যালেরিয়া এলাকায় ভ্রমণের আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন।

চেম্বারঃ আয়ুব ক্লিনিক, ৪৬-৪৭ জনসন রোড, ঢাকা।
মোবাইলঃ ০১৭২০৮০৮৪০৬